নেত্রকোণা প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ২৯শে জুন ২০২২ খ্রিঃ সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে যান।
বুধবার বিকেল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেত্রকোণা জেলা শাখার দপ্তর সম্পাদক সহকারী প্রধান শিক্ষক মো.আজহারুল ইসলাম মাসুদ লিখিত এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে নেত্রকোণা জেলায় কর্মরত সাংবাদিকগকে জানান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেত্রকোণা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার রোকন ও সাধারণ সম্পাদক মো.খায়রুল হাসান লিটু সহ জেলার নেতৃবৃন্দ লিখিত এক বিবৃতিতে স্বর্গীয় নির্মল রঞ্জন গুহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতাদ্বয় তাঁর পবিত্র আত্নার শান্তি কামনা করে শোক সন্তপ্ত স্ত্রী-দুই ছেলে ও পরিবার-পরিজন এবং আত্নীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।