গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে পরকীয়া প্রেমের জেরে রনি নামের এক কন্ট্রাক্টরকে অজ্ঞান করে গলাকেটে হত্যার দায়ে স্বপন মিয়া ওরফে আসলাম নামের আরেক কন্ট্রাক্টরকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর মোগরখাল এলাকায় ঘটে যাওয়া হত্যাকান্ডটির রহস্য ২৪ ঘন্টার মধ্যে উদঘাটন করেছে বাসন থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, পূর্বপরিচিত ঠিকাদার আসলাম (৩১) ও রনি বাবু (২২) দুজনেই উপ-ঠিকাদারী কাজ করতেন। পরিচিত থাকায় আসলামের স্ত্রীর সাথে রনির ভালো সম্পর্ক ছিলো। একসময় সম্পর্কটি পরকীয়া প্রেমে রুপ নেয়। বিষয়টি আসলাম জানতে পারে এবং রনিকে হত্যার জন্য বিভিন্ন সুযোগ খুঁজতে থাকে। এরই জের ধরে ২৩ জুন দুপুরে রনির ভাড়া বাসায় গিয়ে তাকে স্পিডের সাথে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে ফেলে। পরে কাটার দিয়ে রনির গলা কেটে বাসা থেকে পালিয়ে যায়। পরদিন বাড়ির মালিক আফজাল হোসেন ভাড়া চাইতে গিয়ে দরজা ধাক্কা দিলে খুলে যায়। ভিতরে প্রবেশ করে রনির গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
বাসন থানার অফিসার ইনচার্জ মালেক খসরু খান বলেন, লাশ উদ্ধারের পর থেকে ঘটনাটির রহস্য উদঘাটনে কাজ শুরু করা হয়। ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডে জড়িত আসলামকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের পর আসলামকে জেল হাজতে প্রেরণ করে আদালত।