বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক স্থানীয় উদয়পুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,কে হায়দার মামুন (৬৮) আর নেই। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না…. রাজিউন)।
তিনি ব্রেন ষ্ট্রোক করে প্রথমে খুলনায় ও পরে ঢাকায় নিয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। গতকাল ইউনিয়নের চর আস্তাইল গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন করা হয়।