বাগেরহাট প্রতিনিধি:
বহুল কাঙ্খিত পদ্মা সেতু চালু হওয়ায় দক্ষিনাঞ্চলের সব থেকে বেশী লাভবান হবে বাগেরহাটের মোংলা বন্দর। তাই প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মাসেতুর উদ্বোধন কে স্বাগত জানিয়ে উচ্ছসিত মোংলা বন্দর কর্তৃপক্ষ গতকাল বেলা ১১ টায় এক বর্নাঢ্য র্যালী করেছে। একটি পদ্মা সেতু আর একটি বন্দর এবং সরাসরি ২১ টি জেলার অর্থনৈতিক উন্নয়ন। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থনৈতিক ভাবে ইতিবাচক প্রভাব পড়বে মোংলা বন্দরে এই ব্যানারে ব্যাপক আয়োজনে র্যালীটির ব্যবস্থাপনায় ছিল মোংলা বন্দর কর্তৃপক্ষ।
বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের উপ-সচিব মোঃ মাকরুজ্জামান স্বাক্ষরিক এক মেইল বার্তা তথ্য সহকারি মোঃ মনিরুল ইসলাম গতকাল বিকেলে জানান, র্যালীতে মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহণ করেন। র্যালিটি মোংলা বন্দরের প্রধান ফটক হতে শুরু করে বন্দরের বিভিন্ন স্থান প্রদক্ষিন শেষে স্বাধীনতা চত্বরের কাছে এসে শেষ হয়।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মোংলা বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার বলেন, “পদ্মা সেতু চালু হওয়ার কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যে প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি লাভবান হলো তা হচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। খুব দ্রুতই কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং অনেক বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। এ জন্য বন্দরের সকল কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের মোঃ ইমতিয়াজ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন), মোঃ শাহীনুর আলম, পরিচালক (প্রশাসন) , বিভিন্ন বিভাগীয় প্রধানগন ও বন্দরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।