নেত্রকোণা প্রতিনিধি :
পাহাড়ি ঢল ও মুষলধারে অব্যাহত বর্ষণের কারণে নেত্রকোণা জেলায় বন্যা কবলিত নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় দিনব্যাপী বানভাসি বন্যার্ত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপির পক্ষে মহান জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী এমপি ও নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক – জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ করেন ।
এ কার্যক্রমে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দা শামসুন্নাহার বিউটি, নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আওলাদ হোসেন, সাংবাদিক আনিসুর রহমান, সাংবাদিক সালাহউদ্দীন খান রুবেল, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহনূর মুন্সি সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং তৃণমূলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।