মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই ও সদর উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে একদিনে শিশুসহ ১৬ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, আফজল মিয়া (২৫), মাকসুদ আলি (৫০), আলা উদ্দিন (৪২), মনিল সরকার (৩৯) আ. রহিম (৩৪), রিমা আক্তার (২৫), মারুফা আক্তার (২০), সিয়াম মিয়া (৮), রুবেল মিয়া (৩৫), আমিরুল ইসলাম (১৭), রুহুল আমিন (১৮), রিপন মিয়া (৯), খাদিজা আক্তার (১৮), হোসাইন আহমদ (১১) ও সফিক মিয়া (৪০)। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত লাখাই উপজেলার সিংহ গ্রাম, করাফ ও সদর উপজেলার লুকড়া ও ধল গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়াও কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা জানান, সকালে ওইসব এলাকায় বেশ কয়েকটি কুকুর অস্বাভাবিক আচরণ শুরু করে। এ সময় রাস্তা ও আশপাশের বাড়িঘরে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়েছে। পরে স্থানীয়রা দলবদ্ধ হয়ে কুকুরগুলোকে তাড়িয়ে দেয়। এ বিষয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক মেহেদি রেজা জানান, কুকুরের কামড়ে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে।