মো: শাকিল হোসাইন, ধামরাই:
ঢাকার ধামরাইয়ে বর্ষা মৌসুমে ১৩ শত হেক্টর জমিতে সবজির চাষ করা হয়েছে । কিন্তু অতি বৃষ্টির কারণে বর্ষা মৌসুমে এই উপজেলায় সবজির ব্যাপক ক্ষতি হয়েছে । কৃষকরা নষ্ট হয়ে যাওয়া সবজির জমিতে নতুন করে আবার সবজির চাষ শুরু করেছে। বর্তমানে চালকুমড়া, ঢেড়শ, বেগুন ও বটবটি বেশি চাষ করা হয়েছে । উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ক্ষতিগ্রস্থ কৃষকদের বিনামূল্যে দেওয়া হবে সার, বীজ ও কীটনাশক।
ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মো: আরিফুল হাসান বলেন এই উপজেলায় বন্যা দেখা না দিলে এই মৌসুমে সবজির তেমন কোন ক্ষতি হবে না । আর আমরা কৃষকদের আগে বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক দিয়েছে এখন ও দিব ।