জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত আবদুল কাদির মোল্লা সিটি কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ স্টুডেন্টস এসোসিয়েশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ এর নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী প্রান্ত সাহা এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মেহেরাবুল ইসলাম সৌদিপ কে সাধারণ সম্পাদক করা হয়েছে। মঙ্গলবার (২১ জুন) সংগঠনের উপদেষ্টা সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে শনিবার আগামী এক বছরের জন্য ৪০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এ কমিটির অনুমোদন দেন আবদুল কাদির মোল্লা সিটি কলেজের চেয়ারম্যান, মজিদ মোল্লা ফাউন্ডেশনের সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুল কাদির মোল্লা। এছাড়াও আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ও উপদেষ্টা মন্ডলী সদস্য মো. মাহমুদুল হাসান, কলেজের প্রভাষক কাউসার মাহমুদ, গাজী মোশাররাত জাহান ফারজানা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মোহাম্মদ আলী স্বাক্ষর করে এ কমিটির অনুমোদন দেন।