বাগেরহাট প্রতিনিধি:
মরনব্যাধি এইচআইভি/এইডস প্রতিরোধে করনীয় বিষয়ে বেসরকারি সংস্থা সিএসএস এর বছরব্যাপী প্রকল্প কার্যক্রম নিয়ে বাগেরহাটে সংবাদ কর্মীদের সাথে এক পরামর্শ সভা হয়েছে। গতকাল বিকেলে বাগেরহাট ফাউন্ডেশন হল রুমে এ পরামর্শ সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা।
সিএসএসএর প্রকল্প কার্য্যক্রম নিয়ে সভার শুরুতে ধারনা বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ( স্বাস্থ্য) সাজ্জাদুর রহিম পান্তু। তিনি বলেন, এইচআইভি/এইডস প্রতিরোধে সচেতনতা সৃষ্টিসহ করনীয় বিষয়ে সিএসএস এর একটি প্রকল্প বাগেরহাট জেলা সদর ও মোংলা বন্দর কেন্দ্রীক ২০০ জন যৌনকর্মী ও ৪০০ জন পরিবহন শ্রমিক কে টার্গেট করে কাজ করবে। যাতে করে এ অঞ্চলে ভয়াবহ ওই ব্যাধিতে কেহ আক্রান্ত না হয় এবং রোগটি না ছড়ায়।
সংবাদ কর্মীদের মধ্যে পরামর্শ প্রদান করেন প্রেসক্লাবের সম্পাদক এ বাকী তালুকদার, আজাদুল হক, ইসরাত জাহান ও এসএম সামছুর রহমান প্রমুখ। এ ছাড়া সভায় সিএসএস এর প্রকল্প সমন্বয়কারি নান্টু গোপাল দে, ফিল্ড সুপার ভাইজার শেখ মারুফ হোসেন , জাচিন্তা ঘটক ও পিয়ার এডুকেটর মিঠু দাস উপস্থিত ছিলেন।