নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামে বন্যার পানিতে ডিঙ্গিনৌকা ডুবে জুলেখা বেগম (৩২) নামে নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে জুড়াইল হাওরে। জুলেখা বেগম জুড়াইল গ্রামের হারেছ মিয়ার স্ত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কেন্দুয়া থানার পুলিশ।
জুড়াইল গ্রামের আশরাফুল আলম ও কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান জানান, গতকাল সকালে বন্যার পানিতে বেড়ানোর জন্য জুলেখা বেগম, তার যা নাজমুন্নাহার ও সন্তানদের নিয়ে ৫ জন ডিঙ্গি নৌকা যোগে জুড়াইল হাওরে যান। এ সময় জুলেখা বেগমের কন্যা তানজিনা (৭) ডিঙ্গি নৌকা হতে পানিতে পড়ে গেলে নৌকা ডুবে যায়। সন্তানকে বাঁচাতে তিনি পানিতে ঝাঁপিয়ে পড়েন। সন্তানকে উদ্ধার করতে পারলেও জুলেখা বেগম পানিতে ডুবে যান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। ওসি আরও জানান, জুলেখা বেগমের স্বামী ঢাকায় আছেন তিনি বাড়িতে আসলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।