নেত্রকোণা প্রতিনিধি :
পাহাড়ি ঢল ও মুষলধারে অব্যাহত বর্ষণের কারণে নেত্রকোণায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি। নেত্রকোণার সদর উপজেলা ও বারহাট্টা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রতিমন্ত্রী সহস্রাধিক মানুষের মাঝে শুকনা খাবার প্যাকেট, খাবার পানি, ঔষধ, খাবার স্যালাইন ও নগদ অর্থ বিতরণ করেন।
এসময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী গোলাম মোর্তজা কামাল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দিপক ধর গুপ্ত, নেত্রকোণা সদর উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান সহ যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।