বগুড়া প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ বাপ্পি হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার সন্ধ্যায় উপজেলার মুরইল এলাকার শাঁওইল সড়কের পাশের পরিত্যক্ত একটি মাদরাসা ভবনের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া বাপ্পি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের রবিউল ইসলাম ধলুর ছেলে।
পুলিশ জানান, বাপ্পি একজন মাদক বিক্রেতা। পকেটে গাঁজা নিয়ে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
আদমদীঘি থানার ওসি মো. রেজাউল করিম রেজা জানান, বাপ্পির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।