চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় মাটিভর্তি অবৈধজান ট্রাক্টরের ধাক্কায় মিনাল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮ টার দিকে কার্পাসডাঙ্গা বাজারের মুচি বটতলা নামক স্থানে এ দূর্ঘটনার স্বীকার হন তিনি। নিহত মিনাল হোসেন (২৭) উপজেলার সদাবরি গ্রামের আফতাব হোসেন এর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল সকলে মিনাল মোটরসাইকেল যোগে তার কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় মাটিভর্তি অবৈধ জান ট্রাক্টরটি দ্রুতগামী গতিতে মিনালের মোটরসাইকেলের পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্বার করেন।
উল্লেখিত ঘটনার ট্রাক্টরের চালক গাড়ি ফেলে পালিয়ে গেলে, গাড়িটি কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সদস্যরা হেফাজতে নিয়ে যায়। গাড়িটির চালক ও মালিক উভয়ইয়ের বাড়ি উপজেলার নাটুদহ ইউনিয়নে চন্দ্রবাস গ্রামে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাড়ির ইনচার্জ আতিকুল রহমান জুয়েল।