মোছা. জান্নাতী বেগম:
গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে জ্বলে পুড়ে একাকার, তখন শান্তির বার্তা নিয়ে আসে বর্ষা। দিন রাত অবিরাম বৃষ্টির ধারা প্রকৃতিকে শান্ত করে তোলে। প্রকৃতি তাই বর্ষাকে স্বাগতম জানায় বার বার। বর্ষার আগমন উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নজরুল চত্ত্বরে বন্ধুসভার বন্ধুদের মাধ্যমে বর্ষাবরণ শুরু হয়। বন্ধুসভার কার্যনির্বাহী ও সাধারণ সদস্যবৃন্দ মিলিয়ে প্রায় ৮০জন বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গাহি সাম্যের গান মঞ্চে বর্ষা কেন্দ্রীক গানের আসর, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা, ধাঁধা ও গেইমিং সেশনের মধ্য দিয়ে মুখরিত ছিলো প্রতিটি ক্ষণ।
বর্ষাবরণ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তপন সরকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও বন্ধুসভার উপদেষ্টা ড. শেখ সুজন আলী, বন্ধুসভার উপদেষ্টাবৃন্দ- মোঃ আল জাবির, তারিফুল ইসলাম। শুধু বর্ষাকেই বরণ নয়, নাচ, গান,আড্ডা, গেইমিং সেশন ছাড়াও সন্ধ্যায় বন্ধুদের নিজেদের করা মুরগি-খিচুড়ি রান্নার মাধ্যমে চড়ুইভাতি সম্পন্ন হয়। অনুষ্ঠান চলাকালীন সময়ে এক পশলা বৃষ্টি বন্ধুসভার “বর্ষাবরণ ও চড়ুইভাতি” আয়োজনের পূর্ণতা দান করে।