বগুড়া প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ৫০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার রাত সাড়ে ১১ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবু বক্কর নন্দীগ্রামের কাখন চকপাড়া গ্রামের মৃত তায়েব আলীর ছেলে।
র্যাব-১২ তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জুন মাসের ৬ তারিখে বক্কর তার নিজ এলাকার এক গৃহবধূর বাড়িতে প্রবেশ করেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি গৃহবধূকে ধর্ষণ করেন। একপর্যায়ে নিজেকে বাঁচাতে ওই গৃহবধূ চিৎকার শুরু করলে প্রতিবেশিরা এগিয়ে আসেন। ওই সময় বক্কর কৌশলে সেখান থেকে পালিয়ে আত্মগোপন করেন। ঘটনার ৫ দিন পরে গৃহবধূ নন্দীগ্রাম থানায় আবু বক্করের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্ত বক্করকে ধরতে অভিযানে নামে র্যাব। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম জানান, বক্করকে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে। গতকাল তাকে নন্দীগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।