গাজীপুর প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রমের বিগত ১ বছরের সাফল্য ও অর্জন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে সকল শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের পাশাপাশি বহিরাঙ্গন কার্যক্রমকে আরো গতিশীল করতে এবং উদ্ভাবিত নতুন নতুন জাত ও প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িতে দিতে প্রশিক্ষণের কোন বিকল্প নাই। তিনি গবেষণা ও উদ্ভাবনে অধিক মনোযোগী হওয়ার জন্য শিক্ষক ও গবেষকদের প্রতি আহ্বান জানান।
পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম), প্রফেসর ড. ইমরুল কায়েসের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) ড. হায়দার ইকবাল খান। তিনি তাঁর প্রবন্ধে বহিরাঙ্গন কার্যক্রমের বিগত ১ বছরের সাফল্য ও অর্জন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং কৃষক পর্যায়ের প্রতিফলন সেমিনারে উপস্থাপন করেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের কৃষি, মৎস্য, ভেটেরিনারি মেডিসিন ও কৃষি অর্থনীতি অনুষদের সকল শিক্ষকগণ অংশগ্রহণ করেন। বশেমুরকৃবির উপ-রেজিস্ট্রার (জনসংযোগ) মোঃ মজনু মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।