ফরহাদ হোসেন জনি, শ্রীনগর, মুন্সীগঞ্জ:
শ্রীনগরে সদর ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সদর ইউনিয়নবাসী।
গতকাল সকাল ১০টায় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে ইউপি সচিব মোকছেদুল করিমের আয়োজনে দীর্ঘ এক মাস পর আমেরিকা থেকে ছুটি শেষে পরিষদের প্রথম কর্মদিবসে আসলে তাকে এই ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত ও প্যানেল ইউপি চেয়ারম্যান ডাঃ মোঃ মোসারফ হোসেন, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য স্বপন চৌধুরী, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুস সালাম, ৫নং ওয়ার্ড শান্তি রঞ্জন, সাবেক ইউপি সদস্য হারুন মোড়লসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।