রশিদুল ইসলাম রিপন, লালমনিরহাট প্রতিনিধি:
এফসিপিএস (মেডিসিন) বিষয়ে অসাধারণ কৃতিত্বের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট “প্রফেসর একেএম রফিক উদ্দিন গোল্ড মেডেল” এ্যাওয়ার্ড পাওয়ায় ডা. মিঙা মোহাম্মদ রুবেল-কে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় হেলথ্ এন্ড মেডিকেয়ার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। শুক্রবার রাত ৮টার দিকে লালমনিরহাট হাতীবান্ধার হেলথ্ এন্ড মেডিকেয়ার হলরুমে উক্ত শুভেচ্ছা ও অভিনন্দনের আয়োজন করা হয়।
হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুজ্জামান বিএসসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামি লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, হাতীবান্ধা শাহ গরীবুল্লাহ মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমান। আরো উপস্থিত ছিলেন পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত, ডঃ জামাল উদ্দিন, সাবেক উপজেলা ছাত্রীলীগের সভাপতি তফিউজ্জামান জুয়েল, ছাত্রলীগ সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান, ট্রাফিক সার্জন জসিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে হাতীবান্ধার হেলথ্ এন্ড মেডিকেয়ার পক্ষ থেকে ডঃ মিঙা মোহাম্মদ রুবেল-কে ফুলের শুভেচ্ছা, অভিনন্দন ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।