কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে উপজেলার ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক কর্তৃক ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আব্দুল মজিদ মিয়াকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১০টায় থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে মসজিদুল হুদা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক পৌর কাউন্সিলর কয়ছার আলী, সভাপতি ফুলবাবু মিয়া, সাধারণ সম্পাদক নুর ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ২৪ ঘন্টার মধ্যে ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা এবং অনির্দিষ্টকালের জন্য সরকারি সকল প্রকার নির্মাণ কাজ বন্ধ ঘোষণা করা হবে। শেষে উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করা হয়।