গাজীপুর প্রতিনিধি :
নির্ভীক সাংবাদিকতার পথিকৃৎ তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ১৫ই আগস্ট, ৩রা নভেম্বর ও ১৯শে মার্চ গবেষণা সংসদের আয়োজনে নগরীর হাবিবুল্লাহ্ স্মরণির একটি পত্রিকা অফিসে এ আলোচনা সভা করা হয়।
নিউ নেশন পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মো. নজরুল ইসলাম বাদামীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, দৈনিক মুক্তবলাকার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর হোসেন, দৈনিক কালের কন্ঠের স্টাফ রিপোর্টার শামীম আহমেদ, মহানগর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আক্তার হোসেন গাজীপুরী, সাপ্তাহিক ভাওয়ালর সম্পাদক মো. মনিরুজ্জামান মনির প্রমুখ। সঞ্চালনা করেন ১৫ই আগস্ট, ৩রা নভেম্বর ও ১৯শে মার্চ গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মেহেদী হাসান বিপ্লব বাদামী।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতাকে অবলম্বন করে জীবনব্যাপী তফাজ্জল হোসেন মানিক মিয়া এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। মানুষের প্রত্যাশা ও বেদনাকে তুলে ধরার আশ্চর্য ক্ষমতা ছিল তার লেখনীতে। ১৯৬৯ সালেন মাত্র ৫৮ বছর বয়সে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সাংবাদিক।