আলমগীর হোসেন আলম, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন রাণীর বাজার এলাকা হতে ২৮,০০০ পিস ট্যাপেনন্ট্যাডল ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সিপিসি-২। গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের একটি আভিযানিক দল ১১ জুন ২০২২ইং সকালে কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন রাণীর বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৮,০০০ পিস ট্যাপেন্ট্যাডল ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার চবিপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর এর ছেলে মোঃ দিনাজ (৩০)।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ট্যাপেন্ট্যাডল ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।