বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ২৭৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আনছার আলী নামে একজনকে আটক করেছে র্যাব। গতকাল দুপুরে বগুড়া সদরের হাড্ডিপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আনছার আলী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডিপুর গ্রামের বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করেন বগুড়া র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. নজরুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদে জানা যায় আনছার মাদকদ্রব্য নিয়ে বগুড়া শহরের হাড্ডিপট্টি এলাকায় অবস্থায় করছেন। সেখানে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডলসহ তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা নগদ টাকা জব্দ করা হয়। আনছার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। আনছারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।