বিনোদন ডেস্ক :
‘কালা, ও কালারে তুই কি যাদু করিয়া আমায় পাগল বানাইলি’ ছন্দে প্রকাশিত মিউজিক ভিডিওতে ব্যাপক সাড়া মিলেছে। ‘কালা’ শিরোনামের নতুন গানটিতে এককভাবে কন্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী মাহমুদা ইয়াসমিন নিপা।
প্রবাসী গীতিকার কবি শাহাবুদ্দিন রাব্বানীর লেখা এ গানটিতে মডেলিং করেছেন গায়িকা নিজেই। ৪ জুন গানটি টি প্রোডাকশন এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ হয়। এ পর্যন্ত গানটিতে প্রায় সাড়ে ৬৪ হাজারের মতো ভিউ হয়েছে এবং অসংখ্য কমেন্টও পড়েছে। সায়েমা মাহমুদের পরিচালনায় গানটিতে মিউজিক ও সুর দিয়েছেন শামীম মাহমুদ।
নিপা গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন মরিচারচালা গ্রামের কাজী মকবুল হোসেনের কন্যা। বাবা ও দাদার অনুপ্রেরণায় শৈশব থেকে গানের সাথে যুক্ত আছেন তিনি। আন্ত: স্কুল, আন্ত: কলেজ ও ওয়ার্ল্ড ভিশনসহ বিভিন্ন অনুষ্ঠানে সংগীত প্রতিযোগিতায় গান পরিবেশন করে চ্যাম্পিয়ন হয়েছেন নিপা। ধীরে ধীরে গানের টানে লালন করা প্রতিভা দিয়ে সারাদেশে স্টেজ কনসার্টে দর্শক মাতিয়ে রাখেন তিনি। গানের পাশাপাশি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সাইন্সে অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছেন তিনি।
মাহমুদা ইয়াসমিন নিপা বলেন, দর্শক-শ্রোতাদের কাছ থেকে অসংখ্য সাড়া পাই, তাই গানকে ব্রত হিসেবে বেছে নিয়েছি। সদ্য প্রকাশিত ‘কালা’ শিরোনামে গানটিতে দীর্ঘ পরিশ্রম আছে। আশা করি, গানটি উপভোগ করে দর্শক ইতিবাচক সাড়া দিবে। আরো ভালো কাজ করার জন্য সকলের কাছে দোয়া চাই।