কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলতে জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কুড়িগ্রাম সার্কিট হাউজ হলরুমে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আজিজুল ইসলাম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে, কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক মো. জাফর আলী, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, কুড়িগ্রাম ২২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আরিফুজ্জামান, সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ- মুর্শেদ, পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আজিজুল ইসলাম বলেন, ২০৪১ সালের মধ্যে নতুন বাংলাদেশ গড়তে হলে যুব সমাজকে সম্পৃক্ত করতে হবে।