জাহিদ হাসান ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি :
কক্সবাজার ঘুরতে যাওয়ার টাকা জোগাতে ৬ বছর বয়সী বাক প্রতিবন্ধী শিশুকে অপহরণ করে দুই কিশোর। ১৪ বছর বয়সী আহসান হাবিব শিশুটির পিতাকে মোবাইলে কল দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপন দাবি করে। অন্যদিকে ১৫ বছর বয়সী জিহাদ হাসান ভিকটিম সম্পর্কে নানা ধরনের তথ্য দিতে থাকে।
প্রতিবন্ধী শিশুর বাবা উপায়ন্তর না দেখে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় জিডি {৮৬৫(৬)২২} দায়ের করেন। সংবাদ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারী দুই কিশোরকে গ্রেফতার করে র্যাব। মঙ্গলবার সকালে প্রতিবন্ধী আব্দুর রহিম আব্দুল্লাহ্ কে নানীর কাছে রেখে কাজে চলে যায় শিশুটির বাবা-মা। বাড়ির সামনে খেলাধুলা করার সময় ১১টার দিকে দিকে শিশুটিকে আর দেখতে পাওয়া যায়নি। তার পরিবারের সবাই আশে-পাশে, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খুঁজেও শিশুটির কোন হদিস পাওয়া যায়নি। হঠাৎ অপরিচিত নাম্বার থেকে কল আসে শিশুটির পিতার ফোনে এবং দেয়া হয় তার সম্পর্কে নানা তথ্য। শিশুটির পিতা এ ব্যাপারে গাছা থানায় জিডি করার পর আবারও অপরিচিত একটি নাম্বার থেকে কল দিয়ে মুক্তিপণ বাবদ চাওয়া হয় পাঁচ লাখ টাকা।
শিশুর পিতা ছায়ফুর রহমান র্যাব-১, গাজীপুর ক্যাম্পে এসে বিষয়টি জানান। গোপন তথ্যের ভিত্তিতে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে র্যাব। গতকাল দিবাগত রাতে নগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার এবং দুই কিশোর অপরাধী হাবিব ও জিহাদকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর এএসএম মাঈদুল ইসলাম বলেন, মূলত কক্সবাজার ঘুরতে যাওয়ার টাকা জোগাড় করতে কিশোর দুটি এক বাক প্রতিবন্ধী শিশুকে অপহরণ করে। ভিকটিমকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান।