বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে তিনদিন ব্যাপি জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। মেলার এবারের প্রতিপাদ্য ‘বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে’।
গতকাল সকালে সাড়ে ৯ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ খামারবাড়িতে এ মেলার উদ্বোধন করেন। জানা গেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে উপ-পরিচালকের কার্যালয়ে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হচ্ছে।
কৃষি সম্প্রসারণ খামারবাড়ি কর্তৃপক্ষ জানান, এ মেলায় আগত দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে এবং রাসায়নিকমুক্ত বিভিন্ন জাতের ফল কিনতে পারবেন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান আম, লিচু, কাঁঠালসহ বিভিন্ন দেশি ফলের প্রদর্শনীর মাধ্যমে মেলায় অংশগ্রহণ করবে।
জাতীয় ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোখলেসুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুল, জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কানিজ তাসনুভাসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মচারীগণ।