বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে ৫০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ । গতকাল বেলা ১২টার দিকে উপজেলার দীঘলকান্দি গ্রামের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ধারালো অস্ত্রের আঘাতে ৪-৫ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। লাশের পরনে শার্ট ও লুঙ্গি আছে।
বিষয়গুলো নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) একলাসুর রহমান। তিনি জানান, লাশটি অর্ধগলিত হওয়ায় তার পরিচয় স্থানীয়রা কেউ নিশ্চিত করতে পারছেন না। নিহতের পেটে ধারালো অস্ত্রের চিহ্ন আছে। এছাড়াও লাশের কাছে থেকে কিছু শুকনো গাঁজা ও গাঁজা খাওয়ার সরঞ্জামাদি পাওয়া গেছে। তিনি আরও জানান, দীঘলকান্দি গ্রামের স্থানীয়রা প্রথম লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। লাশ পঁচে যাওয়ার দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় কৃষকরা পাট ক্ষেতে গিয়ে লাশটি দেখতে পায়।
সারিয়াকান্দি থানা পুলিশের ওসি মিজানুর রহমান বলেন, বর্তমানে আমরা ঘটনাস্থলে আছি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হবে।