সালাহউদ্দীন খান রুবেল , নেত্রকোণা প্রতিনিধি :
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শের চেতনায় ও প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দেশপ্রেমের অনুপ্রেরণায় নেত্রকোণা পৌর আওয়ামীলীগের উদ্যোগে পৌর আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল সকালে পৌরশহরের লেভেল ক্রসিং এলাকায় বিএডিসি সড়কে অবস্থিত শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে নেত্রকোণা পৌরসভার ১নং ওয়ার্ডের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিয়র রহমান খান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগ লীগের সভাপতি অর্পিতা খানম সুমী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক টিটু দত্ত রায়, পৌর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি পবিত্র চন্দ্র সরকার, আওয়ামী যুবলীগের নেত্রকোণা সদর উপজেলা শাখার আহ্বায়ক সাব্বির খান প্রিন্স সহ আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেত্রকোনা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলবে বলেন জানান দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ।