শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকা হতে একটি চাপাতিসহ গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সাড়ে তিন ঘটিকার সময় কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকায় কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে একটি চাপাতিসহ জনসংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে।
আটককৃত ছিনতাইকারী চক্রের তিন সদস্য মো: ফাহিম (১৬) মাইজখাপনের মোঃ শাহিন মিয়ার পুত্র এবং মহিনন্দ কলাপাড়ার মৃত আ: রহমত দুলালের পুত্র মোঃ হরযত আলী (১৭) ও আলমগীর হোসেনের পুত্র মোঃ জুবায়ের (১৭)।
আসামীদ্বয় র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করে বলে, তারা এলাকায় দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষকে গভীর রাতে ভয়ভীতি দেখিয়ে ইজিবাইক, টাকা, স্বর্ণলংকারসহ মূল্যবান সম্পদ ছিনতাই করতো। আজকেও ছিনতাইয়ের উদ্দেশ্যে বাসস্ট্যান্ড এলাকায় সমবেত হয়েছিল।
তিনি আরও জানান, ছিনতাইয়ের মতো অপকর্মের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।