তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা থেকে ইয়াবার চালানসহ শামিমা বেগম (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় বড়লেখা পৌরসভার বারইগ্রাম রেল কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শামীমা ওই এলাকার বাসিন্দাও চিহ্নিত ইয়াবা কারবারি সুমন আহমদের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ বড়লেখা পৌরসভার বারইগ্রাম রেলকলোনি এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারি সুমন আহমদ পালিয়ে যায়। পরে পুলিশ ২০০ পিস ইয়াবাসহ সুমনের স্ত্রী শামীমা বেগমকে গ্রেপ্তার করে। এ সময় ইয়াবা বিক্রির ২৭২০ টাকা জব্দ করা হয়।
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ আহমদ বলেন, ২০০ পিস ইয়াবাসহ নারী ইয়াবা কারবারি শামীমাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী চিহ্নিত ইয়াবা কারবারি সুমন পালিয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় রাতে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। শামীমাকে গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে।