চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর জেলা প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বেলা ১০ টায় খানসামা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ডিজিটাল বাংলাদেশ, আশ্রয়ণ, বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষাসহ নানামুখী ১০ টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ ১০ উদ্যোগ তুলে ধরা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায় খানসামা উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুজাউদ্দিন লুহিন শাহ।