আলমগীর হোসেন আলম, জেলা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামের আলোচিত কিশোর গ্যাং লিডার রবিউল হাসান প্রকাশ রোমানকে (২৫) রবিবার রাত আনুমানিক ১১ ঘটিকায় আমানগন্ডা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোমানের বিরুদ্ধে একাধিক মাদক মামলা, ইভটিজিং, চাঁদার দাবীতে ইটভাটায় হামলাসহ বহু ঘটনার অভিযোগ রয়েছে।
মাদকের মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা এবং মাদকসহ একাধিক ঘটনায় গ্রেফতার, কারাবরণ করেছেন আলোচিত এই কিশোর গ্যাং এর লিডার। এদিকে আলোচিত কিশোর গ্যাং লিডার রোমানের আটকের ঘটনায় স্বস্থি প্রকাশ করেছে এলাকাবাসী।
এলাকায় স্কুলের মেয়েদের উত্যক্ত করা, মাদক সেবন, মাদক ব্যবসা, চাঁদাবাজি সর্বশেষ গত ২২শে মে ১৫ লক্ষ টাকা চাঁদার দাবীতে দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে চৌদ্দগ্রামের বেল্লাল ব্রিকস এ হামলা চালায় রোমান ও তার সহযোগীরা। এ সময় ব্রিক ফিল্ডের অফিস কক্ষ ভাংচুর এবং ইটভাটার বেশ কয়েকজন শ্রমিককে আহত করে তারা। এ ঘটনায় ব্রিক্সের মালিক থানায় অভিযোগ করলে অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে রবিউল হাসান প্রকাশ রোমানকে ঘটনার মূল হোতা হিসেবে শনাক্ত করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। তাকে গ্রেফতার করায় চৌদ্দগ্রাম থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেনের নেতৃত্বে রবিবার রাতে আমানগন্ডা এলাকা থেকে রোমানকে গ্রেফতার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। তার বিরুদ্ধে মাদকের একটি মামলায় পূর্বেই ওয়ারেন্ট রয়েছে। সর্বশেষ ইটভাটায় হামলা ও ভাংচুরের ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে রোমানকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।