বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার লক্ষ্মীপুর মোড়ে পিকআপ ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রাকিব হোসেন (৫৫) নামে ভ্যান চালক নিহত হয়েছে।
গতকাল দুপুর পৌণে একটার দিকে মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে ভ্যান চালকের এক পা চুরমার হয়ে গভীর ক্ষত হয় ও মুখমন্ডল থেতলে যায়।
এ ঘটনায় পিক-আপ ভ্যান আটক করেছে পুলিশ। নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নওগাঁ জেলার পোরশা থেকে একটি পিক আপ রাজশাহী যাবার পথে এবং মাটির হাড়ি পাতিল বোঝাই একটি ভ্যান চাঁপাইনবাবগঞ্জের লক্ষ্মীপুরে আসার পথে মুখোমুখি সংঘর্ষটি হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।