কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কয়েক দিন ধরে টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের রৌমারীতে আকষ্মিক বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে ৩৫ গ্রামের ২২ হাজার মানুষ। তলিয়ে গেছে ১০৭ হেক্টর জমির ধান,পাট ও শাক-সবজি । এ ছাড়াও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে শ্রমজীবি মানুষ। যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা ও ভেলা। উপজেলার ২১টি বিদ্যালয়ে পানি উঠায় ব্যহত হচ্ছে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান। গতকাল বিকালে সরজমিনে ঘুরে দেখা যায়, রৌমারী উপজেলার তিন ইউনিয়নের ৩৫ গ্রামের ২২ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
উপজলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান বলেন, বন্যার বিষয়টি ঊর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। বরাদ্দ পেলে ত্রাণ সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।
উপজলা কৃষি কর্মকর্তা কাউয়ুম চৌধুরী বলেন, অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার ১০৭ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এরমধ্যে আউশ ধান ৪৮ হেক্টর, পাট ৪২, শাকসবজি ১২ ও ৫ হেক্টর তিল তলিয়ে গেছে। পাহাড়ি এ পানি ৫ দিন স্থায়ী হলে ক্ষতির সব ফসল নষ্ট হয়ে যাবে বলেও জানান তিনি।
রৌমারী উপজলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, উপজলার ২১টি বিদ্যালয়ে পানিবন্দি হয়ে পড়েছে। এর মধ্যে ১৩টি বিদ্যালয় যাদুরচর ইউনিয়নের। পানিবন্দি এলাকার শিক্ষার্থীরা বিদ্যালয় না আসলেও কোনো সমস্যা নাই বলেও জানান তিনি।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশারাফুল আলম রাসেল বলেন, সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তার জন্য জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে।