সালাহ উদ্দীন খান রুবেল, নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণার সদর উপজেলায় সমাজসেবা অধিদফতরের বাস্তবায়নাধীন বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় সফটস্কিলস প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে নেত্রকোণা পাবলিক হল মিলনায়তনে ৫দিন ব্যাপি প্রশিক্ষণ (ক্ষুদ্র ব্যবসা উন্নয়ন ও পরিচালনা) শেষে প্রান্তিক পেশাজীবী গোষ্ঠী: কামার-কুমার, নাপিত (হেয়ার ড্রেসার), জুতা মেরামত ও প্রস্তুতকারী (মুচি), বাঁশ-বেত পণ্য প্রস্তুতকারী ও কাঁসা-পিতল পণ্য প্রস্তুতকারী মোট ১৫০ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে ১৮হাজার টাকা করে মোট ২৭লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
বর্ষাকালে রায়গঞ্জে বেড়েছে ছাতা কারিগরদের ব্যস্ততা
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ: এখন বর্ষাকাল। প্রায় প্রতিদিনই চলছে রোদ আর বৃষ্টির খেলা। গতকালও দেশের বিভিন্ন যায়গায় থেমে...