তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের মধ্যবর্তী স্থানের কাঁঠালকান্দি গ্রামের গ্রামের ছোট বাজারে আগুন লাগে। এই অগ্নিকান্ডে দুইটি ব্যবসার ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রাত ১১টার দিকে দোকান দুটিতে এ আগুন লাগার ঘটনা ঘটে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। এলাকাবাসীর সূত্রে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে উপজেলার আদমপুরের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগার সাথে সাথে গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে কমলগঞ্জস্থ ফায়ার ফাইটার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পূর্বে আগুনের লেলিহান শিখা মনাফ আলীর মুদি দোকান ও ডা.কনক ভট্রাচার্যের ঔষধের দোকান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের কারনে তাদের দোকানের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা। প্রাথমিকভাবে তারা ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।
পত্নীতলায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন
পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থবছরে খরিপ-২/২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক...