তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো দুবাই প্রবাসী হৃদয় মিয়া (২৫) নামে এক তরুণের। গতকাল বিকেল প্রায় ৪ টার দিকে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হৃদয় শহরের কোর্ট রোড এলাকা থেকে মোটরসাইকেল যোগে যাবার পথে পানি উন্নয়ন বোর্ডের সামনে তার মোটরসাইকেল ও একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী দুবাই প্রবাসী হৃদয় মিয়া (২৫) গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে। উদ্ধারের পর সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন।
পত্নীতলায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন
পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থবছরে খরিপ-২/২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক...