রশিদুল ইসলাম রিপন, লালমনিরহাটঃ
লালমনিরহাটে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা হা-ডু-ডু অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার লালমনিরহাট জেলা আদিতমারীর দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে “দূর্গাপুর ইউনিয়ন ফাউন্ডেশন” এর সভাপতি রাশিদুজ্জামান মিলুর উদ্যোগে “মরহুম আসাদুজ্জামান বুলু স্মৃতি হাডুডু খেলা” অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা হাডুডু কে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে এবং প্রাক্তন হাডুডু খেলোয়াড়দের সম্মানার্থে ৫০ মিনিটের এ খেলায় একদিক থেকে অংশগ্রহণ করে লালমনিরহাট সদরের কুলাঘাট হাডুডু দল এবং অপর প্রান্ত থেকে অংশগ্রহণ করে আদিতমারী দুর্গাপুর হাডুডু দল। খেলায় কুলাঘাট হাডুডু দল – ৬৩ পয়েন্ট এবং দুর্গাপুর হা ডু ডু দল ১৯ পয়েন্ট পেয়ে খেলা শেষ করে। কুলাঘাট হাডুডু দল বিশাল ব্যবধানে বিজয়ী হয়। পরে বিজয়ী এবং বিজিত উভয় দলের সকল খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করা হয়।
বর্ষাকালে রায়গঞ্জে বেড়েছে ছাতা কারিগরদের ব্যস্ততা
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ: এখন বর্ষাকাল। প্রায় প্রতিদিনই চলছে রোদ আর বৃষ্টির খেলা। গতকালও দেশের বিভিন্ন যায়গায় থেমে...