অনলাইন ডেস্ক ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিমানবন্দর এলাকায় ট্রেনের দুটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১১ জুন) দুপুর ১টার দিকে উপজেলার শমসেরনগর ইউনিয়নের বিমানবন্দর এলাকায় পারাবত এক্সপ্রেসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
শমসেরনগর স্টেশন মাস্টার জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস ও রেলের কর্মীরা আগুন নেভাতে কাজ শুরু করেছেন।
তবে এখন পর্যন্ত হতাহতের বিষয়টি নিশ্চিত করে কেউ কিছু বলতে পারিনি।