বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় ২১ বছর বয়সী হত্যা মামলার আসামি রবিন ইসলামকে জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল দুপুরে সাবগ্রাম ঘুনিয়াতলা এলাকার সরকারি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনাটি ঘটে।
বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ রবিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করে। জানা যায়, নিহত রবিন ভাটকান্দি দক্ষিণপাড়ার রফিকুল ইসলামের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী।
নিহতের পিতা রফিকুল ইসলাম জানান, দুপুরের দিকে রবিনের বন্ধু শাকিল ও রাকিব গিয়ে আমার ছেলেকে বিদ্যালয় মাঠে অনুষ্ঠান দেখার কথা বলে ডেকে আনে। আড়াইটার পরে জানতে পারি আমার ছেলেকে খুন করা হয়েছে। রবিন হত্যার মামলার আসামি বিষয়টি নিশ্চিত করে তার বাবা আরও জানান, কয়েক বছর আগে নয়ন নামের এক যুবক ফুটবল খেলাকে কেন্দ্র করে খুন হয়েছিল। নয়ন সেই মামলায় অভিযুক্ত ছিল।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, খবর পাওয়ার পরেই সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে যান এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে পুলিশ কর্মকর্তা এমন কথা জানান।
সম্পাদনা- মালিহা