বাগেরহাট প্রতিনিধি:
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২২ উপলক্ষ্যে বাগেরহাট সিভিল সার্জন অফিসে সাংবাদিক ওরিয়েন্টেশন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল দুপুরে করা এ ওরিয়েন্টেশনে বলা হয় আগামী ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত ৪দিন ব্যাপী ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
ওরিয়েন্টেশনে ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবীবুর রহমান বলেন, বাগেরহাট জেলায় ৬-১১ মাস বয়সী ২০ হাজার ৭৭৩ জন ও ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৫৫ হাজার ২৪১ জন শিশু কে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসুচী পালনে জেলায় ১৮৫৮ টি কেন্দ্র নির্ধারন করা হয়েছে। এতে ৬৯৩ জন স্বাস্থ্য সহকারি, এফডব্লিউএ ও সিএইচসিপি,২৩১ জন সুপারভাইজার ও বেসরকারিভাবে ৩৭১৬ জন স্বেচ্ছাসেবক শিশুদের ভিটামিন খাওয়ানোর কাজ করবেন। সাংবাদিক ওরিয়েন্টেশনে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহাসহ সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা- মালিহা