গাজীপুর প্রতিনিধি :
মঙ্গলবার দিবাগত রাতে রিয়াজ হত্যার মূলহোতা ইয়াছিনসহ দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃত ইয়াছিন মিয়া (৩৯) নরসিংদী জেলা সদরের দক্ষিন পুরানপাড়া গ্রামের মো. হিরু মিয়ার সন্তান, মো. আজিজুল হক (২০) একই গ্রামের মো. ফাইজ উদ্দিন মিয়ার সন্তান এবং মো. আবির (১৬) শিবপুর থানাধীন সৈয়দনগর গ্রামের মো. সফিকুল ইসলামের সন্তান। গাজীপুর জেলার কালীগঞ্জের ফুলদী এলাকায় স্থাপিত ছাইফ এগ্রোফার্মে একসাথে কাজ করতেন রিয়াজ উদ্দিন ও গ্রেফতারকৃতরা। মূলহোতা মো. ইয়াছিন মিয়া প্রতিদিন ওই এগ্রোফার্মের দুধ বিক্রি থেকে শুরু করে যাবতীয় কাজ দেখাশুনা করতেন। ইয়াছিন ফার্মের দুধ বিক্রির টাকা থেকে ১০০ অথবা ১৫০ টাকা করে প্রতিদিন রেখে দিতো। একদিন রিয়াজকে ইয়াছিনের সাথে দুধ বিক্রির জন্য পাঠায় কর্তৃপক্ষ। বিক্রি থেকে টাকা চুরির বিষয়টি রিয়াজ জেনে ফেলে এবং সে ইয়াছিনের কাছে অর্ধেক ভাগ চায়। কিন্তু ইয়াছিন টাকার ভাগ দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে ঝগড়া হয়। পরে বিষয়টি ফার্মের মালিককে জানাতে চাইলে রিয়াজ উদ্দিনকে হত্যার পরিকল্পনা করে ইয়াছিন ও তার সহযোগী আজিজুল, আবির। পরিকল্পনা মতো হাঁস আনার কথা বলে রিয়াজকে বিলের মধ্যে নিয়ে যায় ইয়াছিন এবং তার সহযোগীরা সেখানে আশেপাশে পাহারা দিতে থাকে। সেখানে গিয়ে কাঠের লাঠি দিয়ে রিয়াজের মাথায় আঘাত করে ইয়াছিন। এতে তার মৃত্যু ঘটে এবং পানিতে ডুবে যায়। পরে তারা পাড়ে উঠে রিয়াজ ডুবে গেছে বলে প্রচার করতে থাকে। এসময় রিয়াজকে পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে যান তারা। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ২০২০ সালের ২৮ জুন কালীগঞ্জে ঘটে যাওয়া এ ঘটনাকে কেন্দ্র করে থানায় অপমৃত্যুর মামলা হলেও ময়নাতদন্তে রিয়াজের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে ভিকটিম রিয়াজের পিতা নাজিম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা {১৪(০২)২১} দায়ের করেন। কালীগঞ্জ থানা পুলিশ মামলাটি তিন মাস তদন্তের পর আদালত পিবিআই গাজীপুরকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। পিবিআইয়ের উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) মো. জামাল উদ্দিন মামলাটি তদন্ত করেন। প্রায় দুই বছর পর এ হত্যাকান্ডটির রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতার করে পিবিআই। পিবিআই গাজীপুর ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, ফার্মের দুধ বিক্রি থেকে চুরিকৃত টাকার ভাগ চাওয়াকে কেন্দ্র করে হত্যার শিকার হন রিয়াজ উদ্দিন। বিলের মাঝখানে পানিতে নিয়ে তাকে হত্যার পর ডুবে গেছে, এমন নাটক সাজান গ্রেফতারকৃত ইয়াছিন, আজিজুল ও আবির। ক্লুলেস এ হত্যাকান্ডটির রহস্য উদঘাটন করেছে পিবিআই। মঙ্গলবার তাদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হলে গ্রেফতারকৃতরা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার এবং ঘটনার বিস্তারিত বর্ণনা করে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।