বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম এর সাথে ডিএমপির বিভিন্ন বিভাগের প্রধানগণ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (Annual Performance Agreement) স্বাক্ষর করেছেন। পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী রবিবার ৫ জুন দুপুরে ঢাকা মেট্রো পলিটন পুলিশ সদর দপ্তরে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকা মেট্রো পলিটন পুলিশের ৫৭ টি বিভাগের প্রধানগণ ডিএমপি কমিশনারের সাথে ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেন। গত ২ জুন ২০২২ (বৃহস্পতিবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানার অফিসার ইনচার্জগণ তাদের স্ব স্ব বিভাগের প্রধানদের সাথে ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেন।উল্লেখ্য, সরকারি কর্মকান্ডে কর্মকর্তাদের কর্মক্ষমতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পাদিত কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যব স্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে।
নিটল নিলয় গ্রুপ বাংলাদেশে তৈরি করতে যাচ্ছে বিদেশে রপ্তানিযোগ্য ইনসুলেটর
বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক: দেশের কর্পোরেট জগতে বিশ্বস্ত নাম নিটল নিলয় গ্রুপ দেশেই উৎপাদন করবে ইনসুলেটর। নিটল নিলয় গ্রুপ এবং USA...