নাজিম উর রহমান।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে ফুটবল খেলার পর সাঁতার কাটতে নেমে ডুবে যান এক শিক্ষার্থী। পরবর্তীতে শিক্ষার্থীরা তাকে সেখান থেকে তুলে ঢাকা মেডিকেলে আইসিইউতে ভর্তি করালে কিছুক্ষন পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সেখানে কিছুক্ষণ লাইফ সাপোর্টে রাখার পর দুপুর সোয়া ২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আজ রবিবার (২৯ মে) দুপুর সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে বলে জানা যায়। ডুবে যাওয়া ওই শিক্ষার্থীর নাম পলাশ।তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি জামাল্পুর জেলায়। ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী দৈনিক বাংলাদেশ কণ্ঠকে জানান, ফুটবল খেলা শেষে হলের পুকুরে গোসল করতে নামেন তিনি। গোসল করার সময় পুকুরের এক পাশ থেকে সাঁতার কেটে অন্য পাশ গিয়ে আবার ফিরে আসার সময় ক্লান্ত হয়ে পুকুরের মাঝে তিনি ডুবে যান। দীর্ঘ সময় পর না উঠলে বিষয়টি সবার দৃষ্টিগোচর হয়, অনেকেই তখন দ্রুত পুকুরে নেমে তাকে উপরে তুলে ঢাকা মেডিকেলের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারে লাইফ সাপোর্টে ভর্তি করে।
এ বিষয়ে জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রহিম বলেন,তিনি বলেন, ‘সে অনেকটা সময় পানির নিচে ডুবে ছিল। আমরা হল থেকে সকল প্রকার ব্যবস্থা নিচ্ছি ,আমরা হল থেকে এম্বুলেন্সের ব্যবস্থা করছি । এরকম মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক,তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ।