বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক: এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসা প্রতিষ্ঠানের নামে বিদেশ হতে মালামাল আমদানি করার কথা বলে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎকারী চক্রের মূল হোতাসহ ২ জনকে গ্রেফতার করেছে সিআইডি।
গ্রেফতাররা হলেন- ইকোম্যাক্স কার্গোর চেয়ারম্যান আরাফাত হোসাইন (৪০), একই প্রতিষ্ঠানের অর্থ পরিচালক মো. নাজিম উদ্দিন (৪২)। মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়েছে বলে বুধবার সিআইডির সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান সিআইডির ঢাকা মেট্রোর অ্যাডিশনাল ডিআইজি ইমাম হোসেন। তিনি জানান, তিন সদস্যের একটি প্রতারক চক্র ইকোম্যাক্স নামক এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসার নামে একটি ভুয়া প্রতিষ্ঠান গড়ে তোলে। চক্রটি যাত্রাবাড়ী এলাকায় অফিস ভাড়া করে দামী ফার্নিচার দিয়ে অফিস সাজিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল। অল্প সময়ে ও কম খরচে চায়না থেকে গ্রাহকদের চাহিদা মোতবেক যেকোনো পণ্য সরবরাহ করার প্রতিশ্রূতি দিয়ে পন্যের ৫০ শতাংশ টাকা অগ্রিম গ্রহণ করতো। তিনি আরো বলেন, চট্টগ্রাম পোর্টে মালামাল পৌঁছে যাওয়ার কথা বলে পরবর্তীতে বাকী ২০ শতাংশ টাকা নিয়ে নিতো। আস্থা অর্জন করার জন্য তারা চুক্তিপত্র করতো। তাদের প্রতিশ্রুতিতে পণ্যের মধ্যে আছে গার্মেন্টস এক্সেসরিজ, কম্পিউটার যন্ত্রাংশ, মেডিকেল সরঞ্জাম, বাইক, কাপড়, সিলিকাজেল, লোগো ইত্যাদি। এরা তাদের ভাড়া করা মার্কেটিং অফিসার দের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পাঠিয়ে যার যে রকম পণ্য প্রয়োজন, তা চায়না থেকে নিয়ে আসার অফার দিতো। পরবর্তীতে বিভিন্ন সমস্যার অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করে মোটা অংকের টাকা সংগ্রহ করে অফিস ও মোবাইল নম্বর বন্ধ করে পালিয়ে যেত।
অ্যাডিশনাল ডিআইজি ইমাম হোসেন বলেন, এ চক্রের এক সদস্য আগে চায়না পড়াশুনা করতো বলে জানা যায়। আরেক সদস্য চায়না থেকে মেডিকেল ইকুইপমেন্ট ক্রয়ের জন্য যাতায়াত করতো। এ যাবত ৩৫ জন ভিকটিমের নিকট হতে আনুমানিক ৩ কোটি টাকা আত্মসাতের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এছাড়া আরো অনেক ভিকটিমের নিকট থেকে বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করে আত্মসাৎ করেছে বলে জানা গেছে।তিনি বলেন, এ বিষয়ে সিআইডির কাছে ভুক্তভোগীরা অভিযোগ করলে বিষয়টি অনুসন্ধান করলে সত্যতা পাওয়া যায়। এরপর সিআইডি ঢাকা মেট্রো-পশ্চিমের একটি টিমের নেতৃত্বে বিশেষ এক অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী এলাকা থেকে মালামালসহ তদের ২জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন সিআইডির এ কর্মকর্তা।
ডাকাতদের পৃষ্ঠপোষক জাকির সহ চার ডাকাত গ্রেফতার
বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : ডাকাতদের পৃষ্ঠপোষক জাকির হোসেনসহ চারজন ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ।...