বিনোদন প্রতিবেদক : সাংবাদিক, অভিনেতা আহমেদ সাব্বির রোমিও এবং চিত্র নায়িকা চমক তারাকে আবারো এক সাথে দেখা যাবে। চমক তারার নিজস্ব ইউটিউব চ্যানেল ” চমক তারা”র একটি জনসচেতনতা মূলক ওভিসিতে। এবার চমকতারার পরিচালনায় নির্মিত এই ওভিসিতে চমক তারার সহ শিল্পী হিসেবে ক্যামেরার সামনে উপস্থিত হবেন রোমিও। রোমিও জানান, এর আগে তারা এক সাথে অনেক কাজ করছেন। দুইজনের এক সাথে সর্ব শেষ কাজ ছিলো চার বছর আগে এস এম দুলালের পরিচালনায় বৈশাখী টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক” নয় ছয়”-এ।
সামনে তাদের দুজনের আবারো এক সাথে ওটিটি প্লাটফরম ছাড়াও বেশ কিছু নাটক, শর্ট ফিল্ম, মিউজিক্যাল ফিল্মে এখন থেকে নিয়মিত এক সাথে কাজ করতে দেখা যাবে।
জামশেদ শামীমের ‘ভাইরাল বউ’ পূর্ণতা চৌধুরী
নিজস্ব প্রতিবেদক: গ্রামের মধ্যবিত্ত পরিবারের সহজ সরল ছেলে শামীম। অসুস্থ মায়ের পিড়াপিড়ীতে বিয়ে করেন পূর্ণতা নামের সুন্দরী একটি মেয়েকে। কিন্তু...