ডেস্ক রিপোর্ট : শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসে পদত্যাগ করার পর স্বয়ংক্রিয়ভাবে ভেঙে গেছে দেশটির মন্ত্রিসভা। দেশটির বর্তমান প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে চলমান বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে গেলেও দেশের হাল ধরতে, প্রধানমন্ত্রী হতে রাজি হচ্ছেন না কেউ। নানা শর্ত আরোপ করে গোতাবায়ার প্রস্তাব প্রত্যাখ্যান করছেন।
আইন অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে গোতাবায়া রাজাপাকসে সংসদের একজন সদস্যকে প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারবেন। এ ছাড়াও একই প্রক্রিয়ায় মন্ত্রিসভাও গঠন করতে পারবেন। যদিও তার এ ধরনের সিদ্ধান্তে সংখ্যা গরিষ্ঠতার প্রয়োজন হবে।
এদিকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যে মন্ত্রিসভা পুনর্গঠন করতে হবে। তা ছাড়া দেশটির অর্থনীতি সম্পূর্ণভাবে ধসে পড়বে।
জানা যায়, শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন ইইউএনপি নেতা রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যায় তিনি শপথ নিতে পারেন। এর আগে শোনা যায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন প্রধান বিরোধীদলীয় নেতা সাজিদ প্রেমাদাসার। কিন্তু প্রেমাদাসার জানান, তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন যদি গোতাবায়া পদত্যাগ করেন।
অন্তর্বর্তী সরকার গঠনের জন্য গোতাবায়া এসজেবির আইনপ্রণেতা শরৎ ফনসেকারকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিলে তিনি গোতাবায়ার অধীনে কোন দায়িত্ব নিতে চান না জানান।