মৌরী সিদ্দিকা : মানি লন্ডারিং আইনে করা দুটি মামলার একটির রায়ে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনের ১২ বছর এবং গ্রুপের প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান হারুন অর রশীদকে ৪ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার (১২ মে) এ মামলার রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম। গত ২৭ মার্চ দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত এ রায়ের দিন ধার্য করেন।
রফিকুল আমীনের অর্থদণ্ড ২০০ কোটি টাকা। প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান হারুন অর রশীদের অর্থদণ্ড ৩ কোটি ৫০ লাখ টাকা। বাকি আসামিদের ৫ থেকে ৯ বছরের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেয়া হয়।
রায় পড়ার সময় আদালত বলেন, রায় ১ হাজার পৃষ্ঠার। তাই এই রায় শুধু আসামিদের পড়ে শোনান।
দুদকের অভিযোগপত্রে বলা হয়, ডেসটিনি বিনিয়োগকারীদের কাছ থেকে ১ হাজার ৯০১ কোটি টাকা সংগ্রহ করে। সেখান থেকে আত্মসাৎ করা হয় ১ হাজার ৮৬১ কোটি ৪৫ লাখ টাকা। যার কারণে ক্ষতির মুখে পড়েন সাড়ে ৮ লাখ বিনিয়োগকারী।
মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মামলায় ৪৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। আর ট্রি প্ল্যান্টেশনের মামলায় ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। দুই মামলায় মোট আসামি ৫৩ জন। রফিকুলসহ ১২ জনের নাম দুটি মামলায় আছে।
গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত হবে ‘আত্মঘাতী’
অনলাইন ডেস্ক।। বিশ্বের সংকটময় পরিস্থিতিতে গ্যাস ও বিদ্যুতের দাম না বাড়িয়ে সরকারকে এ খাতে ভর্তুকি দেয়ার পরামর্শ দিয়েছে ব্যবসায়ীদের...