ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ক্রিকেট প্রেমীদের কাছে ম্যাশ নামে অধিক পরিচিত। ম্যাশ গত শনিবার নিজ বাসার কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে পায়ে গুরুত্বর আঘাত পান। পরিবারের সদ্যসরা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেন।
নিজ বাসায় টেবিলের সঙ্গে ধাক্কা লেগে ম্যাশের পায়ের পেছনে কাচ পড়ে। এতে ৩৮ বছর বয়সী এই খেলোয়াড়ের ২৭টি সেলাই দেয়া হয়। হাসপাতালে চিকিৎসার পর জাতীয় দলের সাবেক এই অধিনায়ক শঙ্কা মুক্ত।
মাশরাফির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাসার কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। মারাত্মক জখম হয়েছে, পায়ে ২৭টি সেলাই লেগেছে। মাশরাফি দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
আর্চারিতে ভারতকে হারিয়ে স্বর্ণ জিতল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক।। থাইল্যান্ডের ফুকেটে চলতি এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং আরচারি চ্যাম্পিয়নশিপে মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। আজ শনিবার ফাইনালে...