ডেস্ক রিপোর্ট : আন্তজার্তিক বাজারের পর দেশে তেলের বাজার একের পর এক রেকর্ড ভাঙছে। এদিকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ১১০ টাকা লিটারে তেল বিক্রি করছে। টিসিবি আগামী জুন থেকে এক কোটি কার্ডধারী পরিবারকে ১১০ লিটার মূল্যে তেল বিক্রি করবে বলে জানা যায়।
বিশ্ব বাজারে তেলের মূল্যে অস্থিতিশীল এই পরিস্থতিতে সরকার দেশবাসীকে সর্বনিম্ন মূল্যে তেল সরবরাহ করার জন্য এই উদ্যোগ নিয়েছেন।
গত শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘আগামী জুন থেকে এক কোটি কার্ডধারী পরিবারের কাছে ১১০ টাকা লিটার মূল্যে তেল বিক্রি করবো। সরকার টিসিবির মাধ্যমে সরাসরি এই তেল আমদানি করার পরিকল্পনা করেছেন।’
বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের ইতিহাসে প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য সর্বোচ্চ ১৮০ টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের মূল্য ১৯৮ নির্ধারণ করা হয়েছে। যা কার্যকর হয়েছে গত শুক্রবার থেকে। বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের মূল্য ৯৮৫ টাকা এবং পাম সুপারের মূল্য লিটারে ১৭২ টাকা নির্ধারণ করেছে সরকার। যেখানে টিসিবি সর্বনিম্ন মূল্য ১১০ টাকায় তেল সরবরাহ করছে।